কক্সবাজারে মেঘনা লাইফের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক কর্মী সম্মেলন-২০১৮ সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী প্রায় ১ হাজার ২শ' মাঠকর্মী ১৮-২০ মার্চ কক্সবাজার ভ্রমণ করেন। সম্মেলনে কোম্পানির একক বীমা, লোকবীমা, ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ তার বক্তব্যে ২০১৭ সালে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে মেঘনা লাইফ ৪২৮.৫৯ কোটি টাকা প্রিমিয়াম অর্জন করে। এর মধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম অর্জিত হয়েছে ১০৪.৮১ কোটি টাকা এবং নবায়ন প্রিমিয়াম অর্জিত হয়েছে ৩২৩.৭৮ কোটি টাকা।

নিজাম উদ্দিন বলেন, মেঘনা লাইফ ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার ৪৭৭ জনকে মেয়াদোত্তীর্ণ ও ২০ হাজার ৮৭৬ জনকে মৃত্যুদাবিসহ দাবিখাতে ১ হাজার ৭৯২ কোটি ৫৮ লাখ টাকা পরিশোধ করেছে। স্বল্পতম সময়ে দ্রুত দাবি পরিশোধ করে মেঘনা লাইফ পলিসিহোল্ডারগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সাফল্যের এই ধারাবাহিকতা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা ও নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে বীমার উপকারিতা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য তিনি বীমাকর্মীদের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, যুগের সাথে তাল মিলিয়ে মেঘনা লাইফ প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছে। গ্রাহকগণ এখন ঘরে বসেই পলিসির প্রিমিয়ামের বিবরণ জানতে পারছেন, প্রিমিয়ামের টাকা জমা করতে পারছেন, টাকা জমা হওয়ার সাথে সাথে গ্রাহকগণ মোবাইল মেসেজের মাধ্যমে নিশ্চিত হতে পারছেন। প্রযুক্তিগত এ সুবিধার ফলে জীবন বীমার ক্ষেত্রে অসাধু বীমা কর্মীদের প্রতারনার সুযোগ কমে আসছে। সাধারণ মানুষের বীমা শিল্পের প্রতি বিশ্বাস ফিরে আসছে।  তিনি আশা প্রকাশ করেন সেদিন বেশি দূরে নয়, যেদিন মানূষ বীমাকর্মীদের সম্মান করে ডেকে এনে স্ব-ইচ্ছায় পলিসি করবে। আর এভাবে খুব শীঘ্রই বীমা শিল্প জাতীয় অর্থনীতিতে অধিকতর ভূমিকা রাখতে সক্ষম হবে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা এনসি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (বিপণন ও উন্নয়ন) এম সামছুদ্দিন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডিএস তাইফুল ইসলাম, ডিএমডি এবং সিএফও মোঃ তারেক এফসিএ, ডিএমডি (উন্নয়ন) মোঃ আবুল বাশার, ডিএমডি (উন্নয়ন) মোঃ রকিবুল হাসান সুমন, নির্বাহী পরিচালক (উন্নয়ন-প্রশাসন) মোঃ ফারুক আহমেদ সিদ্দিকী, যুগ্ম নির্বাহী পরিচালক (লোকবীমা) মিঞা মোঃ মশিউর রহমান, যুগ্ম নির্বাহী পরিচালক (ইসলামী বীমা-তাকাফুল) মোঃ নিজাম উদ্দিন আনিস প্রমুখ।