রাজ কিরণ দাস: বাড়ি ও সম্পত্তি সুরক্ষায় গৃহ বীমা ও অগ্নি বীমা- এই দুটি নাম প্রায়ই শোনা যায়। অনেকেই মনে করেন, গৃহ বীমা থাকলেই আলাদা অগ্নি বীমার প্রয়োজন নেই। তবে বাস্তবে দুটি বীমার কাভারেজ ও কার্যকারিতায় রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য।