ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৪তম প্রতিষ্ঠা দিবস পালিত
ডেস্ক রিপোর্ট: দেশের প্রথম বেসরকারি লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২৩ এপ্রিল ৩৪তম প্রতিষ্ঠা দিবস পালন করছে। এ উপলক্ষে কোম্পানির কাওরান বাজারস্থ প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক আলমগীর কবির এফসিএ, পরিচালক মহিউদ্দিন মোনেম ও পরিচালকবৃন্দ এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসেরসহ কোম্পানির নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেন, ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ যাত্রা শুরু করে। ন্যাশনাল লাইফের পথ ধরে আজ দেশে বহু বেসরকারি জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
বীমাকে দেশের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে মোরশেদ আলম এমপি বলেন, বীমার প্রিমিয়ামের টাকা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়ে থাকে।
তিনি বলেন, দীর্ঘ ৩৪ বছরে ন্যাশনাল লাইফ বিপুল জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ন্যাশনাল লাইফে দেড় লক্ষেরও অধিক কর্মী কাজ করছে। পরে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রতিষ্ঠা দিবসের কেক কাটেন। (সংবাদ বিজ্ঞপ্তি)