কুমিল্লায় ৫ কোটি ৫০ লাখ টাকা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

ডেস্ক রিপোর্ট: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বৃহত্তর কুমিল্লা অঞ্চলে ১৫০টি বীমা দাবি বাবদ ৫ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করেছে। গত ১৯ জুন কুমিল্লা টাউন হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ'র সদস্য (লাইফ) ড. এম মোশাররফ হোসেন এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের নিকট এসব চেক হস্তান্তর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

ন্যাশনাল লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্নসচিব) খলিল আহমেদ, পরিচালক (উপসচিব) মোঃ শাহ আলম, ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজিম উদ্দিন, জনবীমা প্রধান ইভিপি মোঃ আবুল কাসেম। অনুষ্ঠানে এরিয়া প্রধান, উর্ধ্বতন উন্নয়ন কর্তকর্তাবৃন্দসহ বৃহত্তর কুমিল্লা অঞ্চলের বিপুল সংখ্যক উন্নয়ন কর্মকর্তা ও গ্রাহক অংশ নেন।