পপুলার লাইফের উর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইসলামী বীমা তাকাফুল, আল বারাকাহ্ ইসলামী বীমা একক ও জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবসা পর্যালোচনা সভা সম্প্রতি কোম্পানির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপদেষ্টা বি এম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। এতে সভাপতিত্ব করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সাবেক যুগ্ম সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম ও মোঃ হাবিবুর রহমানসহ প্রকল্প পরিচালকবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।