বিজনেস অ্যাওয়ার্ড পেল পাইওনিয়ার ইন্স্যুরেন্স
ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ ২০১৮ অর্জন করেছেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ১৭তম আসরের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে পুরস্কার প্রাপ্তদের হাতে ট্রফি তুলে দেন। পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পক্ষে পুরস্কার গ্রহন করেন কোম্পানির চেয়ারম্যান তপন চৌধুরী। এ সময়ে অনুষ্ঠানে রাজনীতিবিদ ও করপোরেট জগতের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।