নেত্রকোনায় বেস্ট লাইফের কর্মী ও গ্রাহক সমাবেশ

ডেস্ক রিপোর্ট: বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের নেত্রকোনা জোনে সম্প্রতি কর্মী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ খোরশেদ আলম এতে প্রধান অতিথি ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেস্ট লাইফ।

জোন ইনচার্জ মোঃ মাসুম হাসান জামালের সভাপতিত্তে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল হালিম সিকদার, মোঃ শামীম মিয়া, মোঃ শাহীন মিয়া, আসমা সুলতানা। এতে ৩০টি এসবি'র চেক দেয়া হয় এবং লক্ষমাত্রা অর্জনকারীদের এলইডি টেলিভিশন পুরষ্কার দেয়া হয়।