চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে গতকাল সোমবার ব্যবসা উন্নয়ন ও আলোচনা সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগের সকল কর্মকর্তা এতে অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর শহিদুল্লাহ্ আনসারী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মফিজ উল্লাহ। বিশেষ বক্তা ছিলেন এসইভিপি আবদুল করিম চৌধুরী, মাওলানা মুসা আনসারী, ইভিপি মোহাম্মদ ফোরকান আজাদ ও মাওলানা নুর হোসাইন।