লক্ষ্মীপুরে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা ও প্রশিক্ষণ
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লক্ষ্মীপুর সার্ভিস সেন্টারে উন্নয়ন সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি হাছান খাঁন রিপন। আরো বক্তব্য রাখেন জেইভিপি আলাউদ্দিন, জেইভিপি আনোয়ার হোসেন, এসভিপি আক্তার হোসেন, ভিপি রোমানা ফেরদৌস প্রমুখ। লক্ষ্মীপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ ও এসইভিপি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইভিপি আহাদের রহমান।