ন্যাশনাল লাইফের ৩৫% লভ্যাংশ অনুমোদন

ডেস্ক রিপোর্ট: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২০১৭ সালের ব্যালেন্সসীট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মুল্যমানের শেয়ারের বিপরীতে ২০% ক্যাশ ও ১৫% স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানীর কারওয়ান বাজারস্থ কোম্পানির নিজস্ব ভবন এনএলআই টাওয়ারে অনুষ্ঠিত ৩৩তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক ও উদ্যোক্তাবৃন্দ, মূখ্য নির্বাহী কর্মকর্তা ও কোম্পানি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বার্ষিক সাধারণ সভায় কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। উপস্থিত শেয়ার হোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি উপস্থিত শেযারহোল্ডারদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা  অব্যাহত রাখার বলে আশাবাদ ব্যক্ত করেন। জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল লাইফ।