জেনিথ ইসলামী লাইফে ইংরেজি নববর্ষ উদযাপন

ডেস্ক রিপোর্ট: ইংরেজি নববর্ষ- ২০১৯ উদযাপন করেছে বেসরকারি বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ মঙ্গলবার কোম্পানির প্রধান কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান। এসময় তিনি প্রশাসনিক কর্মকর্তাদের আরো দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং গ্রাহক ও উন্নয়ন কর্মকর্তাদেরকে আরো দ্রুত সেবা প্রদানে গুরুত্বারোপ করেন।

নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আরো কোম্পানির ডিএমডি (উঃ) মুহাম্মদ কামরুল ইসলাম ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।