গার্ডিয়ান লাইফের বীমা সেবা পাবে সানমার গ্রুপ

নিজস্ব প্রতিবেদক: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও সানমার গ্রুপের মধ্যে রাজধানীর গুলশানের ল্যান্ডমার্ক টাওয়ারে সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে এখন থেকে সানমার গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার জীবন ও স্বাস্থ্য বীমার আওতায় বিভিন্ন সুবিধা পাবেন।

এই পলিসির আওতায় সানমার গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক মৃত্যু কিংবা দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী কিংবা আংশিক অক্ষমতাজনিত পঙ্গুত্বের জন্যও বীমার আওতাভূক্ত থাকবেন। এছাড়াও স্বাস্থ্য বীমা পলিসির মাধ্যমে সানমার গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা নিজের ও পরিবারের জন্য দেশে-বিদেশে চিকিৎসার সুবিধা পাবেন এবং গার্ডিয়ান লাইফের সুবিশাল হাসপাতাল নেটওয়ার্ক থেকে বিভিন্ন সুবিধা ভোগ করবেন।

এই স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সানমার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মেজর নিজাম উদ্দিন আহমেদ, পিএসসি (অব.), চিফ অপারেটিং অফিসার-কর্পোরেট এডমিন অ্যান্ড এইচআর; এম মাহবুবুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার-বিজনেস ডেভেলপমেন্ট; মো. রেজাউল হক লিমন, সিনিয়র ডিজিএম অ্যান্ড ন্যাশনাল হেড-কাস্টমার সার্ভিস অ্যান্ড প্রোপার্টি ফাইন্যান্স।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এমএম মনিরুল আলম, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও; এম সাজ্জাদুল করিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; মো. আজিমুল হক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব গ্রুপ ইন্সুরেন্স; মোহাম্মদ মাজহারুল ইসলাম রানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব গ্রুপ সেলসসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।