শাহীন স্টোরের অগ্নি বীমা দাবি পরিশোধ করলো সিকদার ইন্স্যুরেন্স

ডেস্ক রিপোর্ট: মেসার্স শাহীন স্টোরের অগ্নি বীমা দাবির ৮ লাখ টাকা পরিশোধ করেছে সিকদার ইন্স্যুরেন্স। কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মো. বদিউল আলম সম্প্রতি বীমা গ্রাহক সাজেদুল আবেদীন শাহীনের হাতে চেকটি হস্তান্তর করেন।

এ সময় সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর অবলিখন বিভাগের প্রধান ভাইস-প্রেসিডেন্ট মোঃ হারুন-অর-রশীদ এবং দাবি বিভাগের প্রধান মোঃ আইনুর রহমান উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।