রংপুর ও নাটোরে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: বাছাইকৃত কর্মকর্তাদের নিয়ে রংপুর ও নাটোরে উন্নয়ন সভা করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গতকাল শুক্রবার পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান।

রাজশাহী বিভাগের বাছাইকৃত কর্মকর্তাদের নিয়ে শুক্রবার সকাল ১১টায় নাটোর সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয় বিশেষ উন্নয়ন সভা। রাজশাহী বিভাগের প্রজেক্ট ডাইরেক্টর ও নাটোর সার্ভিস সেন্টার ইনচার্জ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম।

রংপুর বিভাগের কর্মকর্তাদের নিয়ে শুক্রবার বিকালে বিভাগীয় অফিসে অনুষ্ঠিত হয় ব্যবসা উন্নয়ন ও আলোচনা সভা। রংপুর বিভাগের প্রজেক্ট ডাইরেক্টর মো. আনছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানি ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।