কুড়িল বিশ্বরোডে জেনিথ ইসলামী লাইফের নতুন শাখা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কুড়িল বিশ্বরোডে নতুন শাখা স্থাপন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সোমবার কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

এ সময় কোম্পানির ডিএমডি মো. সাইফুল ইসলাম, ডিজিএম মো. নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুল হক ও শাহ ইমরান ইমো, ভিপি মো. সজল ও লিপি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইভিপি ও কুড়িল বিশ্বরোড শাখার ইনচার্জ মো. আবু জাফর।