পিরোজপুরে জেনিথ লাইফ গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: পিরোজপুর জেলার বীমা গ্রাহক কহিনুর বেগম’র মৃত্যুদাবি বাবদ এক লাখ ত্রিশ হাজার টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। শুক্রবার জেলার ইন্দেরহাট অফিসে পলিসির নমিনি ও গ্রাহকের ছেলে আবদুল্লাহ’র হাতে এ চেক তুলে দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান।
কোম্পানির ইভিপি ও ইন্দেরহাট অফিস ইনচার্জ মায়া রানী কর্মকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম, পিডি ও বরিশাল সার্ভিস সেন্টার ইনচার্জ মো. মোশারফ হোসন মজনু, এসইভিপি মো. ইউনুস আলী, ইউপি সদস্য মো. তারিকুল ইসলাম, ইউপি সদস্য মো. আদম আলী।
জেনিথ ইসলামী লাইফ জানিয়েছে, বীমা গ্রাহক কহিনুর বেগম বছরে ১০ হাজার টাকা প্রিমিয়ামে ১২ বছর মেয়াদী একটি পলিসি গ্রহণ করেন। এক লাখ ৩০ হাজার টাকা বীমা অংকের এই পলিসির প্রথম কিস্তি বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করেন। এরপর ৭ মাসের মধ্যেই মৃত্যুবরণ করেন বীমা গ্রাহক কহিনুর বেগম। (সংবাদ বিজ্ঞপ্তি)