প্রাইম ইন্স্যুরেন্সের ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন
ডেস্ক রিপোর্ট: একাধিক ক্যাটাগরিতে দ্বিতীয় ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ১৪ জুন ব্যাংককের একটি হোটেলে “দ্বিতীয় ইমার্জিং এশিয়া কনক্লেভ এবং অ্যাওয়ার্ড ২০১৯” অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
প্রাইম ইন্সুরেন্স কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহম্মদী খানমকে “বীমা নেতৃত্বে নারী” এই পুরস্কার প্রদান করেন লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া এর সাবেক পরিচালক শ্রী সুধীন রায় চৌধুরী।
এ ছাড়াও প্রাইম ইন্স্যুরেন্স স্বাস্থ্য বীমার ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পুরষ্কার অর্জন করেছে। এই ক্যাটাগরিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সাবেক সদস্য নবগোপাল বনিক এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রাইম ইন্সুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহম্মদী খানম।
উল্লেখ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড “উৎকৃষ্ট উদ্ভাবন” ক্যাটাগরিতে “ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০১৮” অর্জন করে। (সংবাদ বিজ্ঞপ্তি)