সিআইপি হলেন জেনিথ ইসলামী লাইফের ২ পরিচালক
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অডিট কমিটির চেয়ারম্যান মো. আলী আজীম খান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বিজিএমইএ’র পরিচালক এ কে এম বদিউল আলম বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।
২০১৭ সালে তৈরি পোশাক রপ্তানিতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাদের সিআইপি নির্বাচিত করেছেন। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী তাদের হাতে সিআইপি কার্ড হস্তান্তর করেন।
আলী আজীম খান এর আগে একাধিকবার এবং এ কে এম বদিউল আলম ২য় বারের মতো সিআইপি নির্বাচিত হলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।