ওমেন লিডার অব দ্য ইয়ার নির্বাচিত হলেন ফারজানা চৌধুরী
ডেস্ক রিপোর্ট: এশিয়া ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড ২০১৯ -এ ওমেন লিডার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী। মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক পুনর্বীমা সম্মেলনে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। এশিয়া ইন্স্যুরেন্স রিভিউ এর আয়োজক।
বিভিন্ন বিভাগে ১৭জন এবারের অ্যাওয়ার্ড পেয়েছেন। ২৩তম এই অ্যাওয়ার্ডে দ্বিতীয় বারের মতো ওমেন লিডার অব দ্য ইয়ার নির্বাচন করা হয়। পেশাগত পারদর্শীতা এবং এশিয়ার বীমাখাতে নারীদের মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ফারজানা চৌধুরীকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)