খুলনা বীমা মেলায় এলআইসি বাংলাদেশ’র অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: খুলনায় অনুষ্ঠিত চতুর্থ বীমা মেলা ২০১৯ এ অংশগ্রহণ করে লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশ। গত ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত এ বীমা মেলার আয়োজক ছিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
দেশের ৭৮টি বীমা কোম্পানি এবারের মেলায় অংশগ্রহণ করে। এরমধ্যে লাইফ বীমা কোম্পানি রয়েছে ৩২টি এবং নন-লাইফ বীমা কোম্পানি ৪৬টি।
খুলনা সার্কিট হাউজ মাঠে গত শুক্রবার সকাল ১০টায় দু’দিনব্যাপী এ বীমা মেলার উদ্বোধন করা হয়। প্রবেশ ফি মুক্ত এ মেলা চলেছে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেলা আয়োজনে সহযোগিতা করে।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব হুমায়ুন কবির ও খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
অন্যান্য বীমা কোম্পানিগুলোর স্টলের পাশাপাশি এলআইসি বাংলাদেশ লিমিটেড এর স্টলও ছিল এবারের বীমা মেলায়। বীমা বিষয়ে বিভিন্ন পলিসির সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়েছিলো এ স্টল থেকে। খুলনা বীমা মেলায় এলআইসি বাংলাদেশ লিমিটেড এর স্টল পরিদর্শন করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কর্মকর্তারা। বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর এলআইসি বাংলাদেশ লিমিটেড এর স্টলে আসেন তারা। এসময় আইডিআরএ কর্মকর্তারা এলআইসি বাংলাদেশ লিমিটেড এর সফলতা কামনা করেন।
আইডিআরএ কর্মকর্তাদের মধ্যে ছিলেন, নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, সদস্য গকুল চাঁদ দাস এবং সদস্য ড. এম মোশাররফ হোসেন এফসিএ। এ ছাড়াও লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশ এর মূখ্য নির্বাহী কর্মকর্তা অরুপ দাসগুপ্ত, চিফ মার্কেটিং অফিসার অভিজিৎ ভট্টাচার্য, চিফ ফিনান্সিয়াল অফিসার অজয় কুমাত বাহুত ও খুলনা ব্রাঞ্চ অফিসের হেড উপস্থিত ছিলেন।
একাধিক প্লাটফর্মের মাধ্যমে দেশের সর্বোত্তম পরিষেবা দিতে প্রতি বছরের মত, এই বছর বীমা মেলা ২০১৯ এবং খুলনাবাসীর কাছে বীমা সুরক্ষা ছড়িয়ে দিয়ে সকলের জন্য সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে ভবিষ্যত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে বীমা মেলায় অংশগ্রহন করে এলআইসি বাংলাদেশ।
বীমা মেলার সমাপনী অনুষ্ঠান শুরু হয় ২৫ জানুয়ারি বিকেল ৪টায়।অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আবদুল খালেক।
এলআইসি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় লাইফ বীমা সংস্থা । ২০১৬ সালের ১৬ অক্টোবর ৬০ কোটি টাকা পরিশোধিত মূলধন দিয়ে যাত্রা শুরু করে বীমা কোম্পনিটি। এলআইসি সফলভাবে আর্থিক বৎসর ২০১৯ সমাপন করেছে। বীমা মেলায় এলআইসির পলিসিগুলোর মধ্যে জীবন আনন্দ, বীমা ডায়মন্ড, পেনশন প্ল্যান, স্বাস্থ্য বীমা, একক বীমা গ্রো ফাস্ট গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।
মূখ্য নির্বাহী কর্মকর্তা অরুপ দাসগুপ্ত ইনস্যুরেন্সনিউজবিডিকে জানান যে এলআইসি দ্বারা মৃত্যুদাবীর ১০০ শতাংশ পরিশোধ যথাসময়ে করা হয়েছে।