পপুলার লাইফের সহযোগিতায় বগুড়া সেনানিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া সেনানিবাসের উদ্যোগে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের সহযোগিতায় বগুড়া সেনানিবাসের অফিসার্স, সৈনিক ও তাদের পরিবারবর্গ এবং সর্ব সাধারণের জন্য দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান 'হিমেল স্পন্দনে' অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আলম, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ মো. হারুন অর রশীদ।

আরোও উপস্থিত ছিলেন বগুড়া সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেলবৃন্দ সহ অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ, সৈনিক ও তাদের পরিবারবর্গ এবং পপুলার লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা। (সংবাদ বিজ্ঞপ্তি)