মেটলাইফের নতুন বীমা পরিকল্প ‘মেডিকেয়ার’
ডেস্ক রিপোর্ট: মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি উদ্বোধন করলো নতুন বীমা পরিকল্প ‘মেডিকেয়ার’। এই পরিকল্প বীমাগ্রহীতাকে হাসপাতালে ভর্তিকালীন খরচ বহন করতে সহায়তা করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
বীমার পুরো মেয়াদজুড়ে অর্থাৎ ১০-১২ বছরের মধ্যে মোট ৩৬০ দিন হাসপাতালে ভর্তিকালীন প্রতিদিন সর্বোচ্চ ২০ হাজার টাকার বীমা সুবিধা পাওয়া যাবে মেডিকেয়ার পরিকল্পের মাধ্যমে। হাসপাতালে বিনামূল্যে ভর্তি থাকলেও এই আর্থিক সুবিধা পাওয়া যাবে।
বীমাগ্রহীতা তার মূল বীমা পলিসির অধিনে প্রয়োজন অনুসারে স্বামী/স্ত্রী বা নির্ভরশীল সন্তানদের জন্য একাধিক মেডিকেয়ার পলিসি কিনতে পারবেন। ১৮ থেকে ৫৫ বছর বয়সী যেকোন মেটলাইফ বীমাগ্রাহক ভবিষ্যতে হাসপাতালের খরচ বহনের জন্য কিনতে পারবে 'মেডিকেয়ার’।
পরিকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, চিকিৎসাজনিত সংকটময় মুহুর্তে হাসপাতালের খরচ মেটাতে অনেক সময় ব্যক্তি বা পরিবারকে অর্থ সংকটে পড়তে হয়। আমাদের এই নতুন বীমা পরিকল্প সেই আর্থিক দুঃসময়ে সহযোগিতা প্রদানের লক্ষ্যে তৈরী করা হয়েছে।