হোমল্যান্ড লাইফের বরগুনা সার্ভিস সেন্টারে ব্যবসা উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের বরগুনা সার্ভিস সেন্টারে কোম্পানির আসন্ন কক্সবাজার সম্মেলন ও মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর দক্ষিণ মনসাতলীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস ) ও বরিশাল ডিভিশন ইনচার্জ একেএম হাসান কবির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

হোমল্যান্ড লাইফের বরগুনা সার্ভিস সেন্টার ইনচার্জ সার্জেন্ট (অব.) এমএ সালামের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ ম্যানেজার রাবিনা আক্তারের উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন হোমল্যান্ড লাইফের সহকারী ম্যানেজার আবুল হাসান পান্না ও মহিউদ্দিন রাহাত, ব্রাঞ্চ-কো অর্ডিনেটর দেলোয়ার হোসেন বাচ্চু ও মোশাররফ হোসেনসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় এমএ সালাম বলেন, দেশের চলমান বেকার সমস্যা শুধু সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এজন্য বীমা পেশার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বীমা এমন একটি সেবা যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। শুধু এর সুফল ভোগ করা যায়। পেশাটা একটা চ্যালেঞ্জের কিন্তু এর ফল অতি মধুর। তাই এ পেশায় নিজেকে আত্মনিয়োগ করে, জাতীয় সেবায় ভূমিকা রাখার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার আহবান জানান।