যশোরে জেনিথ ইসলামী লাইফের অর্ধ বার্ষিক সম্মেলন

ডেস্ক রিপোর্ট: খুলনা বিভাগের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে অর্ধ বার্ষিক সম্মেলন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। যশোর সদর উপজেলার আরবপুরে বাঁচতে শেখা অডিটোরিয়ামে আজ সোমবার এ সম্মেলন আয়োজন করা হয়।

কোম্পানির নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান।

প্রকল্প পরিচালক মো. সাইফুল্লাহ পরিচালনায় এতে বক্তব্য রাখেন- প্রকল্প পরিচালক মো. আব্দুর রউফ, ডা. চাঁদ সুলতানা, দেবেন্দ্রনাথ সরকার ও ইব্রাহিম হোসেন টুলু। এ ছাড়াও বিএম তৌহিদুল ইসলাম, এসইভিপি জিয়াউল ইসলাম বক্তব্য রাখেন।

খুলনা বিভাগের সকল উন্নয়ন কর্মকর্তা এই অর্ধ বার্ষিক সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।