মোহনগঞ্জে জেনিথ ইসলামী লাইফ

সাড়ে ৮ হাজার টাকা প্রিমিয়ামে ৭৮ হাজার টাকা মৃত্যুদাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: সাড়ে ৮ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়ে মৃত্যুবরণ করেন জেনিথ ইসলামী লাইফের মোহনগঞ্জের বীমা গ্রাহক কাজল মিয়া। আজ রোববার ওই গ্রাহকের স্ত্রী ও পলিসির নমিনি রহিমা বেগমের হাতে মৃত্যুদাবি বাবদ ৭৮ হাজার ১৩০ টাকার চেক হস্তান্তর করেছে বেসরকারি এই বীমা কোম্পানি।

জেনিথ ইসলামী লাইফের মোহনগঞ্জ শাখা আফিসে মৃত্যুদাবির এই চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ ইকবাল। এতে প্রধান আলোচক ছিলেন জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

মোহনগঞ্জ অফিসের ইনচার্জ ও পিডি (উন্নয়ন) মো. মাইনুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসকুরুল হক এবং ২নং বড়তলী বানিয়াহারি ইউনিয়নের চেয়ারম্যান হাজী মুখলেছুর রহমান। (সংবাদ বিজ্ঞপ্তি)