জেনিথ ইসলামী লাইফের ডিএমডি হলেন মাহমুদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) হলেন প্রগতি লাইফ ইন্সুরেন্সের রিজিওনাল কো-অর্ডিনেটর (ঢাকা) মো. মাহমুদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল, ২০২১) বীমা কোম্পানিটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন মাহমুদুল ইসলাম। তার কর্ম এলাকা সমগ্র বাংলাদেশ এবং অবস্থান জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়।
বীমা পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)'র ফাউন্ডার প্রেসিডেন্ট মাহমুদুল ইসলাম পূর্বে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)