জেনিথ লাইফের প্রতিষ্ঠাতা পরিচালকের মাগফেরাত কামনায় দোয়া
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম রেজাকুল হায়দার এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কোম্পানির পলাশবাড়ী এজেন্সি অফিসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। পিডি মুকুল গাজীর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র ডিজিএম মো. নিজাম উদ্দিন, আশুলিয়া এজেন্সি অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান ভূইয়া, সুমন বসাকসহ পলাশবাড়ী এজেন্সি অফিসের কর্মী ও কর্মকর্তাবৃন্দ।