জেনিথ লাইফের প্রতিষ্ঠাতা পরিচালকের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম রেজাকুল হায়দার এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রাজধানীর পূর্ব বাসাবোর আন-নূর জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওলানা মো. আবদুল গণী।।

জেনিথ ইসলামী লাইফের উর্ধ্বতন উপ–ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো. কামরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে কোম্পানির প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রকল্পের পরিচালক ও কর্মীরা উপস্থিত ছিলেন।