বিআইপিএস’র প্রথম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটির (বিআইপিএস) প্রথম ভার্চুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্য়ায় অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক এ কে এম এহসানুল হক এফসিআইআই।
সভায় সোসাইটির গত দুই বছরের কার্যাবলী এবং অগ্রগতি তুলে ধরা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটি।
উল্লেখ্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি বীমা শিক্ষায় শিক্ষিতদের সমন্বয়ে গঠিত একটি পেশাদারী সংগঠন।
এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে বীমা খাতের উন্নয়ন এবং অগ্রগতিতে অংশগ্রহণ এবং বীমা খাতে দক্ষ জনবল সৃষ্টির ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা।