রূপালী লাইফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহফুজ রহমান মিতা এমপি এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া কেক কেটে এই জন্মদিন পালন করেন।
অনুষ্ঠানে বীমা কোম্পানিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপালী লাইফ এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা।