দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন
ডেস্ক রিপোর্ট: দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন, পরিচালক আমিনুর রহমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেম উপস্থিত ছিলেন।
সভায় ২০২০ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডার কর্তৃক ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয় হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স।
এর আগে বীমা কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভায় ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডার কর্তৃক ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।