গাড়ি পেলেন জেনিথ ইসলামী লাইফের সিটি প্রকল্পের ৩ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট: ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জন করায় গাড়ি পেলেন জেনিথ ইসলামী লাইফের সিটি প্রকল্পের ৩ কর্মকর্তা। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর, ২০২১) রাজধানীর কাকরাইলে পিএইচপি টাওয়ারে এসব গাড়ি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

সিটি প্রকল্পের ইনচার্জ সৈয়দ মাসকুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিপি (উন্নয়ন প্রশাসন বিভাগ) মো. নিজাম উদ্দিন, জিএম আনোয়ারুল ইসলামসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

সিটি প্রজেক্টের গাড়িপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, এজিএম পারভেজ মোশাররফ ইমন, ব্র্যাঞ্চ ম্যানেজার (সরাইল) মো. শফিকুল ইসলাম এবং ব্রাঞ্চ ম্যানেজার (মুরাদনগর) রিপন ভূইঁয়া। (সংবাদ বিজ্ঞপ্তি)