নগদে জমা দেয়া যাবে বেঙ্গল ইসলামী লাইফের প্রিমিয়াম

সংবাদ বিজ্ঞপ্তি: চতুর্থ প্রজন্মের জীবন বীমাকারী প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহকগণ এখন থেকে ‘নগদ’ এর মাধ্যমে সহজেই তাদের প্রিমিয়াম জমা করতে পারবেন। বেঙ্গল ইসলামী লাইফ ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মধ্যে রোববার (৬ মার্চ) এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

বেঙ্গল ইসলামী লাইফের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বীমা কোম্পানিটির পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির ও জয়েন্ট এভিপি মো. মহিউদ্দিন এবং ‘নগদ’ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু ও হেড অব ইন্স্যুরেন্স সেগমেন্ট মো. বায়েজীদ প্রমুখ।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ‘নগদ’ এর মধ্যে এই চুক্তি স্বাক্ষর হওয়ায় এখন থেকে কোম্পানিটির বীমা গ্রাহকরা দ্রুত ‘নগদ’ ওয়ালেট বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে নিমিষেই প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন ।