সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রধান কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন সংগঠনের উন্নয়ন কর্মকর্তারা এতে অংশগ্রহন করেন।
কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র জিএম (উঃ) মো. মাহতাব উদ্দীন। দোয়া পরিচালনা করেন পূর্ব বাসাবো জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল গণি।
মাহফিলে কোম্পানির উদ্যোক্তা, কর্মী / কর্মকর্তাদের, কোম্পানির, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা এবং কোম্পানির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম রেজাকুল হায়দার, উদ্যোক্তা পরিচালক মরহুম ফিরোজ আলম ও মরহুম আলী আজীম খান রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।