ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও আইসিবি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত

সংবাদ বিজ্ঞপ্তি: এনএলআই ফাস্ট ইউনিট ফান্ডের ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)’র সাথে দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৫ জুন) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ফাস্ট ইউনিট ফান্ডের ট্রাস্টি হিসেবে ও ভিআইপিবি এ্যাসেট মেনেজমেন্ট কোম্পানি সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

প্রাথমিকভাবে ফান্ডটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮০ কোটি টাকা। চুক্তি স্বাক্ষরকালে ভিআইপিবি এ্যাসেট মেনেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান ড. জিয়া উদ্দিন আহমেদ, সিইও মো. শহিদুল ইসলাম সিএফএ ও ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএসহ ন্যাশনাল লাইফের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।