বেঙ্গল ইসলামী লাইফের গ্রুপ বীমার মৃত্যুদাবি পরিশোধ

সংবাদ বিজ্ঞপ্তি: ইনডেক্স এক্সেসোরিজের স্টাফ জাকির হোসেনের মৃত্যুতে মৃত্যুদাবির ১ লাখ টাকা পরিশোধ করেছে বেঙ্গল ইসলামী লাইফ। সাম্প্রতি ইনডেক্স এক্সেসোরিজের সাভারের অশুলিয়ায় কারখানায় এই গ্রুপ বীমার মৃত্যুদাবির চেক হস্তান্তর করেন বেঙ্গল ইসলামী লাইফ।

ইনডেক্স এক্সেসোরিজের স্টাফ জাকির হোসেনের আত্মীয়দের উপস্থিতিতে চেক গ্রহণ করেন ইনডেক্স এক্সেসোরিজের ব্যবস্থাপনা পরিচালক চৈতন্য কুমার দে।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মৃত্যুদাবির চেক হস্তান্তর করেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির এবং গ্রুপ বীমা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন। এ সময় ইনডেক্স এক্সেসোরিজের কারখানার শতাধিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।