গ্রুপ বীমা দাবি পরিশোধ করলো জেনিথ লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র জিএম (উন্নয়ন) মুহাম্মদ কামরুল ইসলামের স্ত্রী মিসেস আম্বিয়া খাতুন শাহনাজের গ্রুপ হাসপাতাল বীমা দাবির চেক প্রদান করেছে জেনিথ লাইফ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়ে এ বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
মুহাম্মদ কামরুল ইসলামের নিকট চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আবদুর রহমান ও ডিভিপি (গ্রুপবীমা) মোহাম্মদ আনোয়ার হোসেন সরকারসহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।