কক্সবাজারে জেনিথ লাইফের আনন্দ ভ্রমণ ও উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আনন্দ ভ্রমণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) কক্সবাজারে একটি হোটেলে জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের ইমাম এজেন্সির আনন্দ ভ্রমণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির জিএম (উন্নয়ন) হাফিজুর রহমান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (উন্নয়ন) মো. মুকুল গাজী, সোহেল ভূইয়া ও ডিজিএম (উন্নয়ন) মো. আব্দুস সালাম, মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল আলম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার প্রায় পঞ্চাশ জন ব্যবসা সফল কর্মী অংশগ্রহণ করেন।