খুলনায় জেনিথ ইসলামী লাইফের কর্মী প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি:খুলনায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো প্রকল্পের কর্মী পশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১০ সেপ্টেম্বর) পাইকগাছা প্রেসক্লাবে এ পশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কোম্পানির এসএম ইয়াসিন সর্দারের সভাপতিত্বে কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন হেড অব মেট্রো কোম্পানির সিনিয়র জিএম মো. সাইফুল ইসলাম।

প্রশিক্ষণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উন্নয়ন ও প্রশাসন বিভাগ প্রধান মো. নিজাম উদ্দিন। সর্বিক সহযোগিতায় ছিলেন এএসএম নার্গিস পারভীন, এফএ বাসন্তী রানী মন্তল, বিমল চন্দ্র মন্ডল। প্রশিক্ষণ সভায় খুলনা অঞ্চলের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।