বীমা জরিপকারীদের ভূমিকা বিষয়ে বিআইপিডি-বিআইপিএস’র কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা খাত উন্নয়নে জরিপকারীদের ভূমিকা বিষয়ে যৌথ উদ্যোগে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস)। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় অনলাইন মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখবেন কেএনএম খোরশেদ আলম বাদল। প্রাক-পরিদর্শন জরিপ এর এস্টিমেটেড ম্যাক্সিমাম লস (ইএমএল) ও প্রব্যাবল ম্যাক্সিমাম লস (পিএমএল) বিষয়ে আলোচনা রাখবেন বিআইপিএস’র সাধারণ সম্পাদক এ কে এম এহসানুল হক, এফসিআইআই।

মিসিলানিয়াস ইন্স্যুরেন্স বিষয়ে আলোচনা করবেন খন্দকার কায়েশ, প্রোপাটি ইন্স্যুরেন্স বিষয়ে মো. নাজিম উদ্দিন ও ক্লেইম সার্ভে এন্ড রিপোর্টিং বিষয়ে ইয়াসিন আলী খান, এসিআইআই। এছাড়াও কর্মশালা শেষে উম্মুক্ত আলোচনা ও প্রশ্নউত্তর পর্ব রাখা হয়েছে।