ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরও এখন বীমা সেবা দেবে জেনিথ লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) তাদের নিয়মিত শিক্ষার্থীদের জন্য একটি বীমা সেবা চালু করতে যাচ্ছে। এই লক্ষ্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালের ৩য় সেমিস্টার থেকে গ্রুপ স্বাস্থ্য এবং লাইফ বীমা পরিষেবা প্রদান করবে। গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) 'স্টুডেন্ট লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স'-এর একটি সেমিনারে শিক্ষার্থীদেরও বীমা সেবা দেবার ঘোষণা দেন প্রতিষ্ঠানটি।

ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ)’র সহকারী অধ্যাপক নাজলা ফাতমিরে সঞ্চালনায় ও প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ)’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শহীদ আক্তার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং রিসোর্স পার্সন ছিলেন জেনিথ লাইফের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ার হোসেন সরকার। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, যদি কোনো বীমাকৃত শিক্ষার্থী মারা যায় তাহলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স উক্ত বীমাকৃত শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীর অভিভাবককে ২ লাখ টাকা এবং অসুস্থ্যতা বা এক্সিডেন্টের কারণে হাসপাতালে চিকিৎসার জন্য বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রদান করবে।

হাসপাতালে ভর্তিযোগ্য চিকিৎসা বীমা সুবিধার অধীনে শিক্ষার্থীরা ডাক্তারদের সাথে পরামর্শ, হাসপাতালের অবস্থান, অস্ত্রোপচার, মেডিকেল টেস্ট, ওষুধ ও আনুষাঙ্গিক খরচ এবং আনুষঙ্গিক পরিষেবাগুলির জন্য কভারেজ সীমার মধ্যে আর্থিক সহায়তা পাবে। আনুষঙ্গিক পরিষেবাগুলি হচ্ছে- রক্ত সঞ্চালন, অপারেশন পরবর্তী যত্ন, ফিজিওথেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ডায়ালাইসিস, পদ্ধতিগত চার্জ, ড্রেসিং, নেবুলাইজেশন, অক্সিজেন ইনহেলেশন, ভেন্টিলেটর চার্জ ইত্যাদি।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গত চার বছর ধরে ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে কাজ করছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মীরা ইতিমধ্যেই জেনিথ লাইফ থেকে জীবন ও হাসপাতালে ভর্তিযোগ্য চিকিৎসা বীমা সুবিধা পাচ্ছেন।

সেমিনারে জেনিথ লাইফের দেওয়া হাসপাতালে ভর্তি বীমা দাবির একটি চেক ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মিসেস সাবরিনা করিমের কাছে হস্তান্তর করেন উপাচার্য প্রফেসর ড. শহীদ আক্তার হোসেন।