আস্থা লাইফ ইন্স্যুরেন্স এবং সীমান্ত ব্যাংকের মধ্যে গ্রুপ বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: আস্থা লাইফ ইন্স্যুরেন্স এবং সীমান্ত ব্যাংক লিমিটেডের মধ্যে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সীমান্ত ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি (অবঃ), এমএসএস, এমবিএ, এমফিল, পিএইচডি নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে সীমান্ত ব্যাংক লিমিটেডে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী স্বপরিবারে আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন।
উল্লেখ্য যে, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠিত আস্থা লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে গভীর আস্থার সাথে কাজ করে যাচ্ছে।