বিএসএইচআরএম-গার্ডিয়ান লাইফ ৯ম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২৫ নভেম্বর
সংবাদ বিজ্ঞপ্তি: আগামী ২৫ নভেম্বর বিএসএইচআরএম-গার্ডিয়ান লাইফ ৯ম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হবে। রাজধানীর বনানীস্থ হোটেল ‘শেরাটন ঢাকা’য় এই সম্মেলন আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স যৌথভাবে এ সম্মেলনের উদ্যোক্তা।
এ উপলক্ষ্যে গত শনিবার (৫ নভেম্বর) ডেইলি স্টার অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বিএসএইচআরএম’র জেনারেল সক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএইচআরএম’র প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান খান ও সম্মেলনের পেট্রন জি এম শরীফ।
এছাড়াও সংবাদ সম্মেলনে গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানিটির এসভিপি ও হেড অব এইচআর হাবিব চৌধুরী এবং এসভিপি ও হেড অব মার্কেটিং এন্ড কমিউনিকেশন রুবাইয়াত সালেহীন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বক্তারা আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।