আইডিআরএ চেয়ারম্যানের সাথে বেঙ্গল ইসলামি লাইফের প্রধান পৃষ্ঠপোষকের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই’র সভাপতি, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
গতকাল সোমবার (১৪ নভেম্বর) কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে বীমা শিল্পের উন্নয়নে এফবিসিসিআই এবং আইডিআরএ যৌথভাবে কাজ করার কর্মকৌশল নির্ধারণে আলোচনা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি ও বেঙ্গল ইসলামি লাইফের পরিচালক মো. আমিন হেলালী, পরিচালক ও ক্রয় কমিটির চেয়ারম্যান মনির হোসেন, পরিচালক কাজী সামিরুল হক, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম প্রমুখ।