ফারইস্ট ইসলামী লাইফের এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ের রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কোম্পানির শরী’আহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. জহুরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন এফসিএ, এফসিএমএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) সামিরা ইউনুস এবং শরী’আহ ট্রেনিং এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. মাসুম বিল্লাহ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীগন।
প্রশিক্ষণে বিক্রয় কৌশল, রি-ইন্স্যুরেন্স বিষয়ে বীমাকর্মীর করণীয়, পলিসি বিক্রয়োত্তর সেবা, পলিসি তামাদি হওয়ার কারন ও তামাদি প্রতিরোধের উপায় নিয়ে বিষদ আলোচনা করা হয়।