মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর জন্মদিনে জেনিথ লাইফের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বর্তমানে তিনি বীমা কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
সোমবার (১২ ডিসেম্বর) কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান তার বাসায় উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ইভিপি (এইচআর) ও কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান এবং এভিপি (অভ্যন্তরীন নিরীক্ষা) মো. আবদুর রহমান।
ফরিদুন্নাহার লাইলী দীর্ঘ দিন ধরে বাংলাদেশের বেসরকারি বীমাখাতের সাথে সম্পৃক্ত। তিনি স্বপ্ন দেখেন খাতটির জন্য ভালো কিছু করার। এরই ধারাবাহিকতায় যাত্রা শুরু জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।
১৯৫৪ সালের ১২ ডিসেম্বর নোয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফরিদুন্নাহার লাইলী। তিনি ১৯৭১ সালে সক্রিয়ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান স্নাতক (বিএ অনার্স) ও স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেন।
ছাত্র জীবনেই তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খুব জনপ্রিয় হয়ে ওঠেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নহার হলের ভিপি হিসেবে নির্বাচিত হন। ৯ম জাতীয় সংসদের সদস্য ছিলেন ফরিদুন্নাহার লাইলী।
ফরিদুন্নাহার লাইলী বিভিন্ন শিক্ষা ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে জড়িত ছিলেন এবং বাংলাদেশ সেকশন এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।