ময়মনসিংহে হোমল্যান্ড লাইফের ব্যবসা পরিকল্পনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি: ময়মনসিংহে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের বর্ষ-সমাপনী ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) ময়মনসিংহের মোহনগঞ্জ শহরের পাবলিক হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির সহকারী জেনারেল ম্যানেজার (এরিয়া ইনচার্জ) মো. রুহুল আমিন তালুকদারে সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (হেড অব মার্কেটিং) মো. ফরিদুল আলম ও কোম্পানির সচিব মোহাম্মদ আলী মিয়া। সভায় হোমল্যান্ড লাইফের ময়মনসিংহ অঞ্চলের বীমা কর্মকর্তা ও কর্মীগন উপস্থিত ছিলেন।
সভার প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডল কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি তুলে ধরে বলেন, গ্রাহকদের দাবি পরিশোধের পরিমান বৃদ্ধি পেয়েছে। ১ম বর্ষ ও নবায়ন প্রিমিয়াম সংগ্রহের পরিমান উল্লেখযোগ্যভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, কোম্পানির আয় যেমন বৃদ্ধি পাচ্ছে, ব্যয়ের হারও তেমনি হ্রাস পাচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের মধ্যে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে।