জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বর্ষ সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাঠ সংগঠনের প্রধানগণ সহ প্রধান কার্যালয়ের সংগঠন প্রধানগণ উপস্থিত ছিলেন।
সোমবার (২ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে আয়োজিত এ বর্ষ সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
সভায় ডিসেম্বর ক্লোজিং উপলক্ষে সর্বোচ্চ ব্যবসা প্রদান করায় কুমিল্লা বিভাগীয় প্রধান সিনিয়র জিএম (উন্নয়ন) আবদুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
২০২৩ সালেও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা সকলকে নির্দেশনা প্রদান করেন।