প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও যমুনা ব্যাংকের মধ্যে গ্রুপ বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেডের সাথে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে যমুনা ব্যাংকের সকল কর্মকর্তাকে গ্রুপ বীমা সেবা প্রদান করবে প্রগতি লাইফ।
প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (গ্রুপ বীমা বিভাগ) মো. রফিকুল আলম ভূঁইয়া ও যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মীর্জা ইলিয়াস উদ্দিন আহমেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মুহাম্মদ ও এসএভিপি (প্রধান মানব সম্পদ বিভাগ) আবুল ফয়সাল মান্নান এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (গ্রুপ বীমা বিভাগ), মীর মো. শফিউল আলম কমল এবং যমুনা ব্যাংকের এএমডি, ডিএমডি ও ডিভিশনাল প্রধানরা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।