জেনিথ লাইফের সন্দ্বীপ সার্ভিস সেন্টারে ব্যবসা পরিকল্পনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সন্দ্বীপ সার্ভিস সেন্টার অফিসে বার্ষিক ব্যবসা পরিকল্পনা সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভিপি ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন।
কোম্পানির জিএম ও সন্দ্বীপ সার্ভিস সেন্টারের ইনচার্জ এম এইচ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সার্ভিস সেন্টার অফিসে সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। টেইনার হিসেবে উপস্থিত ছিলেন সেলস এন্ড সফট স্কিলস প্রশিক্ষক আলামিন মোহাম্মদ।
অনুষ্ঠানে ২০২২ সালের ব্যবসা সফল কর্মকর্তা হিসেবে কোম্পানির এজিএম ও সীতাকুণ্ড এজেন্সি অফিসের ইনচার্জ মোহাম্মদ মাওলানা হুমায়ুন কবির; কোম্পানির এজিএম ও আকবর হাট এজেন্সি অফিসের ইনচার্জ মোহাম্মদ সামিম এবং সার্ভিস সেন্টার অফিসের বিএম মোহাম্মদ সাইফুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়।